Logo

বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ? আইসিসির কঠিন সিদ্ধান্ত

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৫ জানুয়ারি, ২০২৬, ১৪:৫৩
বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ? আইসিসির কঠিন সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে ভারতে না যায় তাহলে কী হতে পারে? এই পরিস্থিতিতে আইসিসির সামনে কোন কোন পথ খোলা আছে? আর অতীতে এমন ঘটনায় কী সিদ্ধান্ত নেয়া হয়েছিল? এই প্রতিবেদনে থাকছে তারই বিস্তারিত বিশ্লেষণ।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আইসিসির চূড়ান্ত অবস্থান জানা না গেলে এই সিদ্ধান্ত পুরোপুরি চূড়ান্ত নয়। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সামনে থাকছে তিনটি বিকল্প পথ।

প্রথম বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়া হতে পারে। বিশ্বকাপের আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায় এসব ম্যাচ আয়োজনের সম্ভাবনার কথা উঠে এসেছে। অতীতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে হওয়া এক চুক্তির ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই চুক্তিতে বলা হয়, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে যাবে না এবং একইভাবে পাকিস্তানও ভারতে আসবে না। এমনকি সর্বশেষ মহিলা বিশ্বকাপেও ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কায়।

বিজ্ঞাপন

দ্বিতীয় বিকল্পটি বাংলাদেশের জন্য কঠিন হতে পারে। যদি বাংলাদেশ ভারতে নির্ধারিত ম্যাচগুলো খেলতে না যায়, তবে আইসিসি বাংলাদেশকে ওয়াকওভার দিতে পারে। সে ক্ষেত্রে প্রতিপক্ষ দলগুলো দুই পয়েন্ট করে পাবে। আন্তর্জাতিক ক্রিকেটে এর নজির রয়েছে। ১৯৯৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় খেলতে যায়নি। ২০০৩ বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড কেনিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলেনি।

তৃতীয় এবং সবচেয়ে চরম বিকল্প হলো বাংলাদেশকে পুরো বিশ্বকাপ থেকেই বাদ দেওয়া। সে ক্ষেত্রে অন্য কোনো দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হতে পারে। ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া বাংলাদেশে খেলতে না আসায় তাদের বাদ দেওয়া হয়েছিল এবং পরিবর্তে সুযোগ পায় আয়ারল্যান্ড।

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশের সব বিশ্বকাপ ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। এর মধ্যে তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে এবং একটি ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নির্ধারিত রয়েছে। ফলে বাংলাদেশের সিদ্ধান্ত বিশ্বকাপের পুরো সূচির ওপরই প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, রবিবার দুপুরে বোর্ড পরিচালকদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গত ২৪ ঘণ্টায় ঘটে যাওয়া ঘটনাবলি এবং ভারতে বাংলাদেশের খেলতে যাওয়ার পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বোর্ডের পক্ষ থেকে এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে উঠে আসা এসব তথ্য অনুযায়ী, বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে আইসিসির সামনে রয়েছে তিনটি পথ ম্যাচ স্থানান্তর, ওয়াকওভার অথবা চরম সিদ্ধান্ত হিসেবে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া। শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে আইসিসি..সে দিকেই এখন তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD