Logo

ভারতেই খেলতে হবে আইসিসির এমন দাবি ভিত্তিহীন: বিসিবি

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৭ জানুয়ারি, ২০২৬, ১৩:২৭
ভারতেই খেলতে হবে আইসিসির এমন দাবি ভিত্তিহীন: বিসিবি
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের ম্যাচ আয়োজনের ভেন্যু নিয়ে নানা জল্পনা-কল্পনার মধ্যে স্পষ্ট অবস্থান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের মাটিতে খেলতে বাধ্য করা হয়েছে—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এর আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবেদন জানিয়েছিল বিসিবি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেয়েছে বোর্ড।

বুধবার (৭ জানুয়ারি) বেলা পৌনে একটার দিকে প্রকাশিত এক বিবৃতিতে বিসিবি জানায়, টুর্নামেন্টে বাংলাদেশের পূর্ণ, নির্বিঘ্ন ও নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনরায় দিয়েছে আইসিসি।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, বিসিবির উত্থাপিত নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগগুলো সমাধানে আইসিসি ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। টুর্নামেন্টের সার্বিক নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির পক্ষ থেকে দেওয়া মতামত ও পরামর্শকে স্বাগত জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এসব প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

একই সঙ্গে সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে বিভ্রান্তি দূর করেছে বিসিবি। বোর্ডের দাবি, আইসিসির পক্ষ থেকে বিসিবিকে কোনো ধরনের চূড়ান্ত সতর্কবার্তা বা আলটিমেটাম দেওয়া হয়েছে—এমন খবর সম্পূর্ণ ভুল। এসব দাবি আইসিসির সঙ্গে বিসিবির যোগাযোগের ধরন কিংবা আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে।

বিসিবি জানিয়েছে, আইসিসি ও সংশ্লিষ্ট ইভেন্ট কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক, সহযোগিতামূলক ও পেশাদার সম্পর্ক বজায় রেখে আলোচনা চালিয়ে যাবে বোর্ড। লক্ষ্য হচ্ছে বাস্তবসম্মত, সৌহার্দ্যপূর্ণ ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো, যাতে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ হয় নির্বিঘ্ন ও সফল।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা, সুরক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে দেখছে বিসিবি। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৬ জানুয়ারি) বিসিবি ও আইসিসির মধ্যকার ভার্চুয়াল বৈঠক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

বিজ্ঞাপন

ওই প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের অনুরোধ নাকচ করেছে আইসিসি। পাশাপাশি দাবি করা হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশকে ভারতে খেলতে যেতে হবে, নচেৎ পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। তবে বিসিবির বিবৃতিতে এসব তথ্যকে বিভ্রান্তিকর ও অসত্য হিসেবে প্রত্যাখ্যান করা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD