Logo

বেথেলের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার জয় আরও কাছে

profile picture
ক্রীড়া ডেস্ক
৭ জানুয়ারি, ২০২৬, ১৫:৩৭
বেথেলের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার জয় আরও কাছে
ছবি: সংগৃহীত

অ্যাশেজ সিরিজের সিডনি টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের চ্যালেঞ্জ কমে এসেছে, জ্যাকব বেথেলের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরির সুবাদে অস্ট্রেলিয়ার জয় আরও কাছে চলে এসেছে।

বিজ্ঞাপন

২২ বছর বয়সী বেথেল ২২৯ বলে ১৪২ রানে অপরাজিত থেকে ইংল্যান্ডকে বড় স্কোর গড়তে পারলেন না। চতুর্থ ইনিংসে দুই উইকেট হাতে রেখে ইংল্যান্ডের লিড মাত্র ১১৯ রান, যা অস্ট্রেলিয়ার জন্য অত্যন্ত সুবিধাজনক।

বেথেল আক্রমণাত্মক ও রক্ষণাত্মক ব্যাটিংয়ে ভারসাম্য বজায় রাখলেও অন্য প্রান্ত থেকে সঙ্গ না পাওয়ায় ইংল্যান্ডকে বড় লক্ষ্য দিতে পারেননি।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের জয় আশা এক সময়ে দেখা দিয়েছিল, যখন দ্বিতীয় ইনিংসে তারা ৩ উইকেটে ২১৯ রান তুলেছিল এবং লিড ছিল ৩৬ রানের। কিন্তু অস্ট্রেলিয়ার বেউ ওয়েবস্টার ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। হ্যারি ব্রুককে ৪২ রানে এলবিডব্লিউ করেন এবং বেথেলের সঙ্গে ১০২ রানের জুটি ভেঙে যায়।

এর দুই বল পর উইল জ্যাকসও আউট হন। দিনের শুরুতে অ্যাডাক্টর ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা বেন স্টোকস আট নম্বরে নেমে ৫ বলেই ১ রানে আউট হন।

ওয়েবস্টার ১৩ ওভারে ৫১ রান খরচায় ৩ উইকেট নেন এবং অস্ট্রেলিয়ার দিনটি অনুকূলে ঘুরিয়ে দেন। ইংল্যান্ড দিনের শেষ পর্যন্ত ৮ উইকেটে ৩০২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে বেন ডাকেট ও ব্রুক সমান ৪২ রান করেন।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৫১৮ রানে ৭ উইকেট হারিয়ে শুরু করেছিল। স্টিভ স্মিথ ১২৯ রানে অপরাজিত ছিলেন, আর ওয়েবস্টারের সঙ্গে ১০৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েছিলেন। দিনের শেষে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৫৬৭ রানে অলআউট হয়ে ১৮৩ রানের লিড নিয়েছে।

এভাবে বেথেলের একক লড়াই ইংল্যান্ডের প্রতিরোধকে শেষ পর্যায়ে চাপের মধ্যে রেখেছে এবং অস্ট্রেলিয়ার জন্য জয় নিশ্চিত করা সহজ হয়ে উঠেছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD