Logo

অত বড় কোনো নাম নয়, তবে ভালো খেলোয়াড় যাবে বললেন মঈন

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৯ জানুয়ারি, ২০২৬, ১৩:০২
অত বড় কোনো নাম নয়, তবে ভালো খেলোয়াড় যাবে বললেন মঈন
ছবি: সংগৃহীত

চলমান বিপিএলে প্রথমবার খেলার সুযোগ পাওয়া ইংলিশ ক্রিকেটার ইথান ব্রুকস আলোচনায় এসেছে দুর্দান্ত ফিল্ডিং নিয়ে। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে মঈন আলীর এক বল শট প্রায় ছক্কা হয়ে যাচ্ছিল, কিন্তু বাউন্ডারিতে দাঁড়িয়ে থাকা ব্রুকস সেটি দারুণভাবে ধরে ফেলেন।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিলেট থানার মঈন আলী বলেছেন, ব্রুকসের ক্যাচ ছিল অসাধারণ। মাঠে সে একমাত্র ক্রিকেটার যিনি সেটি ধরতে পারতেন। সে নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দারুণ পারফর্ম করছে। ফিল্ডিংও অসাধারণ। ইংলিশ ক্রিকেটার হিসেবে আমি তার ওপর গর্বিত। অত বড় কোনো নাম নয়, তবে খুব ভালো খেলোয়াড়।

ব্রুকসের সুযোগ দেওয়ার প্রসঙ্গে মঈন আরও বলেছেন, আগে তাকে নেপালে পাঠানোর চেষ্টা করেছি। সে যুক্তরাজ্যে অনেক ম্যাচ জিতিয়েছে। তার জন্য ফ্র্যাঞ্চাইজি খেলার সুযোগ অনেক ভালো ব্যাপার হবে। আমি সবসময়ই তার নাম সুপারিশ করব।

বিজ্ঞাপন

ম্যাচে মঈন নিজেও ৮ বলে ২৮ রান করে এবং ২০ রান খরচায় ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD