Logo

শেষ বলে নাটকীয় জয়, রাজশাহীকে হারাল চট্টগ্রাম

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৯ জানুয়ারি, ২০২৬, ১৮:১০
শেষ বলে নাটকীয় জয়, রাজশাহীকে হারাল চট্টগ্রাম
ছবি: সংগৃহীত

লো স্কোরিং হলেও উত্তেজনায় ছিল ভরপুর। শেষ বল পর্যন্ত টানটান লড়াইয়ের পর রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস।

বিজ্ঞাপন

রাজশাহীর দেওয়া ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রামের জয়ের ফয়সালা আসে একেবারে শেষ বলে। জয়ের জন্য যখন শেষ বলে প্রয়োজন ছিল ২ রান, তখন ম্যাচটি সুপার ওভারে গড়ানোর শঙ্কা তৈরি হয়। তবে চাপের মুহূর্তে মাথা ঠান্ডা রেখে ব্যাট চালান হাসান নেওয়াজ। নির্ভুল দৌড়ে দুই রান পূর্ণ করে ২ উইকেটের নাটকীয় জয় নিশ্চিত করেন তিনি।

এই জয়ের মাধ্যমে সাত ম্যাচে পঞ্চম জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে, অল্প রান করেও লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকা রাজশাহীর জন্য এই হার নিঃসন্দেহে হতাশার।

কম রান হলেও ম্যাচজুড়ে দুই দলের বোলার ও ফিল্ডারদের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দর্শকদের ধরে রেখেছিল শেষ বল পর্যন্ত। শেষ মুহূর্তের এই উত্তেজনাপূর্ণ জয় চলতি টুর্নামেন্টে চট্টগ্রামের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল।

বিজ্ঞাপন

বিস্তারিত আসছে...

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD