Logo

এখনো প্লে-অফের স্বপ্ন দেখছে ঢাকা ক্যাপিটালস

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৭ জানুয়ারি, ২০২৬, ১২:১৬
এখনো প্লে-অফের স্বপ্ন দেখছে ঢাকা ক্যাপিটালস
ছবি: সংগৃহীত

চলমান বিপিএলে মাঠের পারফরম্যান্সে ভালো করতে পারছে না ঢাকা ক্যাপিটালস। যে কারণে শঙ্কা জেগেছে শেষ চারে খেলা নিয়ে। তবে মিরপুরে খেলা হওয়াটা এবার দলটির বড় শক্তি হতে পারে। ঢাকাকে নিজেদের হোম গ্রাউন্ড হিসেবেই দেখছেন দলের ক্রিকেটারর আব্দুল্লাহ আল মামুন। আজ (শনিবার) তারা রংপুর রাইডার্সের মুখোমুখি হবে।

বিজ্ঞাপন

মামুন বলেন, ‘অবশ্যই এটা (ঢাকা) আমাদের হোম গ্রাউন্ড বলতে গেলে। কারণ আমরা যেহেতু ঢাকা দল, আমাদের অনেক সমর্থকরা আসবে, এটা আমাদের জন্য খুব ভালো।’ ঢাকাকে প্লে-অফে যেতে হলে বাকি দুইটি ম্যাচই জিততে হবে এবং রংপুরকে বাকি ম্যাচগুলো হারতে হবে। রংপুর আর একটি ম্যাচ জিতলেই প্লে-অফে কোয়ালিফাই করবে।

ঢাকাকে নিয়ে আশাবাদী মামুন বলেন, ‘আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের আশা আছে। কারণ আমাদের এখনো দুইটা ম্যাচ আছে। দুইটা ম্যাচ যদি জিততে পারি ইনশাআল্লাহ, আর অপর দল যদি ওদিকে হারে তাহলে ইনশাআল্লাহ আমাদের এখনো সুযোগ আছে। আমাদের প্রস্তুতি অবশ্যই ভালো। আমরা খুব ভালো অনুশীলন করলাম। আমরা চেষ্টা করছি কালকের ম্যাচ নিয়ে চিন্তা করার। কালকের ম্যাচটা যদি জিততে পারি, ইনশাআল্লাহ আশা করি আমাদের সুযোগ থাকবে অনেক।’

বিজ্ঞাপন

অনুশীলনে বাড়তি মনোযোগ দিচ্ছেন মামুন, ‘আমি ব্যাটিংয়ে শুরুটা ভালো করছি। শুরু করার পরে আমি চেষ্টা করছি লম্বা করতে, কিন্তু কোনো কারণে হচ্ছে না। আমি চেষ্টা করব, (সমস্যা) খুঁজে বের করছি। পরে যদি লম্বা ইনিংস খেলতে পারি অনুশীলনে ভালো মতো চেষ্টা করছি। চেষ্টা করব আবারো সেট হলে ইনিংস বড় করার, ইনশাআল্লাহ।’

স্থগিত থাকার পর আবারো মাঠে ক্রিকেট ফেরায় স্বস্তি মামুনের, ‘আমরা খেলোয়াড়, আমরা তো সবসময়ই চাই খেলতে। আবার বিপিএল শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের সব খেলোয়াড়দের জন্য ভালো। আর আমরা সবাই মুখিয়ে আছি খেলার জন্য।’

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD