Logo

বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৭ জানুয়ারি, ২০২৬, ১৪:৫২
বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে বহুল আলোচিত ‘চূড়ান্ত পর্যায়ের’ আলোচনা শুরুতেই বড়সড় ধাক্কা খেয়েছে। ভিসা জটিলতায় আইসিসির দুই সদস্যের প্রতিনিধি দল অর্ধেক হয়ে যাওয়ায় আলোচনার শুরুতেই একটি লজিস্টিক বিপর্যয় দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ আজ (শনিবার) একা ঢাকা সফর করছেন। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তার সাথে আসার কথা ছিল ভারতীয় বংশোদ্ভূত এক উর্ধ্বতন আইসিসি কর্মকর্তার, কিন্তু সময়মতো ভিসা না পাওয়ায় তিনি আসতে পারেননি। ভারতীয় কর্মকর্তার ভিসা না পাওয়াকে দুই দেশের বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক শীতল পরিস্থিতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

বিসিবি এবং বাংলাদেশ সরকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করে ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। সহকর্মীর অনুপস্থিতিতে আলোচনার পুরো দায়িত্ব এখন এফগ্রেভের ওপর। ব্রিটিশ পুলিশের সাবেক এই কর্মকর্তা একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা পেশ করবেন বলে আশা করা হচ্ছে, যাতে ভারতীয় মাটিতে বাংলাদেশি খেলোয়াড়দের পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া যায়।

বিজ্ঞাপন

আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহেরও কম সময় বাকি। সমঝোতা না হলে পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD