Logo

৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও বিসিবিকে কোনো জবাব দেননি নাজমুল ইসলাম

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৭ জানুয়ারি, ২০২৬, ২০:২৭
৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও বিসিবিকে কোনো জবাব দেননি নাজমুল ইসলাম
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম | ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতা এখনও থামেনি। কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর নির্ধারিত ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তার পক্ষ থেকে কোনো লিখিত ব্যাখ্যা বা জবাব পায়নি বিসিবি।

বিজ্ঞাপন

ক্রিকেটারদের পারিশ্রমিক ও ক্ষতিপূরণ সংক্রান্ত বক্তব্যের কারণে গত বৃহস্পতিবার সমালোচনার মুখে পড়েন নাজমুল ইসলাম। ওইদিন তাকে ফোনে যোগাযোগের একাধিক চেষ্টা করা হলেও বিসিবি তার সঙ্গে কথা বলতে পারেনি। পরে রাতে সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, শোকজ নোটিশ পাঠানোর পরও নাজমুল ইসলামের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিসিবির নির্ধারিত সময় অনুযায়ী শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হলেও সন্ধ্যা পর্যন্ত কোনো জবাব জমা পড়েনি। বোর্ডের এক পরিচালক বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

বিজ্ঞাপন

এর আগে ইফতেখার রহমান মিঠু স্পষ্ট করেছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না এলে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, শোকজের উত্তর না দিলে এর দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে।

প্রসঙ্গত, ১৪ জানুয়ারি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সম্ভাব্য ব্যর্থতা নিয়ে প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম মন্তব্য করেন, দল ব্যর্থ হলে বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে ক্রিকেটারদের। পাশাপাশি তিনি বলেন, ক্রিকেটাররা ভালো না করলে বোর্ড তাদের পেছনে ব্যয় করা অর্থ ফেরত চাইছে না—এই বক্তব্যই ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

বিজ্ঞাপন

এই মন্তব্যের প্রতিবাদে সেদিন রাতেই ক্রিকেটারদের সংগঠন কোয়াব নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে এবং বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয়। এর প্রভাবে পরদিন বিপিএলের দুটি ম্যাচ স্থগিত হয়, পরে বিসিবি অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের সিদ্ধান্ত নেয়।

পরবর্তীতে বিসিবি ও কোয়াবের বৈঠকের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। ক্রিকেটাররা শর্তসাপেক্ষে মাঠে ফেরার ঘোষণা দেন এবং একই সঙ্গে বিসিবি নাজমুল ইসলামকে শোকজ নোটিশ দেয়। তবে নির্ধারিত সময়েও জবাব না আসায় এখন তার বিরুদ্ধে বিসিবি কী ধরনের পদক্ষেপ নেয়, সেটিই ক্রিকেটাঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD