Logo

টুর্নামেন্টের মাঝপথে দল থেকে বাদ বাংলাদেশের সহ-অধিনায়ক

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৮ জানুয়ারি, ২০২৬, ১৮:১৬
টুর্নামেন্টের মাঝপথে দল থেকে বাদ বাংলাদেশের সহ-অধিনায়ক
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টের মাঝপথে বাংলাদেশ পুরুষ ফুটসাল দলের সহ-অধিনায়ক ইনতিশার মোস্তফা চৌধুরিকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার ও বাংলাদেশ ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর।

বিজ্ঞাপন

ইনতিশার এর আগে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান ফুটসাল বাছাইপর্বে বাংলাদেশের হয়ে খেলেছেন এবং চলমান সাফ ফুটসাল টুর্নামেন্টের স্কোয়াডেও ছিলেন। তবে আকস্মিকভাবে তাকে দল থেকে বাদ দেওয়ায় ফুটবল অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে।

দল সূত্র জানায়, আয়োজক বা স্বাগতিক দেশের কোনো নির্দেশনায় নয়, বরং দলীয় কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে। যদিও থাইল্যান্ড থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ মন্তব্য করেননি। জানা গেছে, শৃঙ্খলাজনিত ও ইনজুরি সংক্রান্ত বিষয় সামগ্রিকভাবে বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ফুটবল দল দেশ-বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিলেও টুর্নামেন্ট চলাকালে এভাবে কোনো খেলোয়াড়কে দল থেকে বাদ দেওয়ার ঘটনা বিরল। এ কারণে বিষয়টি নিয়ে ফুটবল সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন

অনেকের ধারণা, বড় ধরনের শৃঙ্খলাভঙ্গ বা দলীয় আইন লঙ্ঘনের কারণেই এমন সিদ্ধান্ত এসেছে। তবে সাধারণত এ ধরনের সিদ্ধান্তের আগে খেলোয়াড়কে শোকজ ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার রীতি থাকলেও সে প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে সাফ ফুটসালে বাংলাদেশ নারী দল দুই ম্যাচে চার পয়েন্ট অর্জন করেছে। অন্যদিকে পুরুষ দল দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছে। আজ তৃতীয় ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ভুটানের বিপক্ষে মাঠে নামবে পুরুষ দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সহ-অধিনায়কের বাদ পড়া দলের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD