Logo

বিপিএল খেলতে ঢাকায় গেইল

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:১৫
54Shares
বিপিএল খেলতে ঢাকায় গেইল
ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক: শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। এই এবারের আসরে অংশ নিতে ঢাকায় এসেছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি ব্যাটার ক্রি...

বিজ্ঞাপন

ক্রীড়া প্রতিবেদক: শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। এই এবারের আসরে অংশ নিতে ঢাকায় এসেছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি ব্যাটার ক্রিস গেইল।

রবিবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকায় পা রাখেন ৪২ বছর বয়সী ‘জ্যামাইকান ঝড়। এবার তাকে দেখা যাবে ফরচুন বরিশালের জার্সিতে।

মূলত কানেক্টিং ফ্লাইটের কারণে আগেভাগেই ঢাকায় চলে এলেন গেইল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে দুবাই হয়ে রবিবার বাংলাদেশে পৌঁছান তিনি।

বিজ্ঞাপন

বিসিবির পক্ষ হয়ে ক্রিকেটারদের যাওয়া-আসার বিষয়টি দেখভাল করেন ওয়াসিম খান। তিনি জানান, এমিরেটসের ফ্লাইটে করে ঢাকায় আসেন গেইল। সম্ভবত দুবাই থেকে কানেক্টিং ফ্লাইট ধরতে হওয়ায় সময় মিলিয়ে একদিন আগে চলে এলেন তিনি।

গেইল ঢাকা এসেছেন করোনা পরীক্ষা করে। বাংলাদেশে পা রাখার পর আবার তার কভিড টেস্ট করা হয়। পরীক্ষার ফল নেগেটিভ এলে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

ওআ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD