Logo

বিমান ভ্রমণে করা যাবে না যে ভুলগুলো

profile picture
জনবাণী ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:২৮
27Shares
বিমান ভ্রমণে করা যাবে না যে ভুলগুলো
ছবি: সংগৃহীত

বিমান ভ্রমণ নিঃসন্দেহে রোমাঞ্চকর একটি অভিজ্ঞতা। তবে আকাশপথের যাত্রা যেন সবার জন্য আরামদায়ক হয়, সেজন্য কিছু শিষ্টাচার মেনে চলা অত্যন্ত জরুরি।

বিজ্ঞাপন

ফ্লাইট অ্যাটেনডেন্ট ও ভ্রমণ বিশেষজ্ঞরা জানিয়েছেন, যাত্রীদের কিছু অভ্যাস অন্যদের জন্য যেমন বিরক্তিকর, তেমনি নিরাপত্তার ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই বিমানে ভ্রমণের সময় আটটি কাজ কোনোভাবেই করা উচিত নয়।

কেবিন ক্রুকে স্পর্শ করবেন না

ফ্লাইট অ্যাটেনডেন্টরা যাত্রীদের সেবায় নিয়োজিত থাকেন। তাই তাদের ডাকার প্রয়োজন হলে শুধু অনুরোধ করলেই হবে, স্পর্শ করা ভদ্রতার পরিপন্থী।

বিজ্ঞাপন

বোর্ডিংয়ের পর টয়লেট ব্যবহারে বিরত থাকুন

বিমানে ওঠার পরই টয়লেটে গেলে বোর্ডিং প্রক্রিয়ায় বিলম্ব হয়। তাই বিমান ওঠার আগে টার্মিনালেই টয়লেট ব্যবহার করা ভালো।

বিজ্ঞাপন

হাত-পা আইলে ছড়িয়ে দেবেন না

সিটে বসে স্ট্রেচ করা প্রয়োজন হলেও আইল দখল করে রাখা বিপজ্জনক এবং কেবিন ক্রুর কাজে বাধা সৃষ্টি করে।

ল্যান্ডিংয়ের পর দৌড়ে নামার চেষ্টা করবেন না

বিজ্ঞাপন

বিমান গেটে পৌঁছানোর পর সবাইকে ধৈর্য ধরে নিজের পালা অনুযায়ী নামতে হবে। তাড়াহুড়ো করলে বিশৃঙ্খলা তৈরি হয়।

ক্রুর নির্দেশ নিয়ে প্রশ্ন তুলবেন না

ফ্লাইট ক্রুরা শুধু খাবার পরিবেশন করেন না, তারা প্রশিক্ষিত হয়ে নানা জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষম। তাই তাদের নির্দেশ মেনে চলা জরুরি।

বিজ্ঞাপন

অন্যের আর্মরেস্টে পা তুলবেন না

সবার জন্য সমান জায়গা বরাদ্দ থাকে। তাই অন্য যাত্রীর জায়গায় হস্তক্ষেপ শোভন নয়।

বিজ্ঞাপন

খালি পায়ে থাকবেন না

বিমানের ফ্লোর জীবাণুযুক্ত ও নোংরা হতে পারে। তাই জুতা-মোজা পরে থাকাই নিরাপদ।

সিট রিক্লাইন করার সময় সতর্ক থাকুন

বিজ্ঞাপন

পেছনের যাত্রীর খাবার বা ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ধীরে সিট রিক্লাইন করুন এবং সম্ভব হলে আগে জানিয়ে দিন।

বিমান ভ্রমণে ভদ্রতা ও শিষ্টাচার মেনে চললে যাত্রা শুধু নিরাপদই নয়, বরং সবার জন্য সুখকর হয়ে উঠবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD