যে দিন থেকে খুলছে কেওক্রাডং

বান্দরবানের রুমা উপজেলার বিখ্যাত পর্যটনকেন্দ্র কেওক্রাডং পাহাড় আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে পর্যটকদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হচ্ছে।
বিজ্ঞাপন
সোমবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রশাসনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির ২১ সেপ্টেম্বরের সভার সিদ্ধান্ত, রুমা উপজেলা নির্বাহী অফিসারের চিঠি এবং বান্দরবান রিজিয়নের সেনানিবাস থেকে পাঠানো সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: বিমান ভ্রমণে করা যাবে না যে ভুলগুলো
বিজ্ঞাপন
গণবিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে জানানো হয়েছে-
ক) শুধুমাত্র যেসব পর্যটনকেন্দ্র আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত ঘোষণা করা হয়েছে, পর্যটকরা কেবল সেসব স্থানে ভ্রমণ করতে পারবেন। অন্য জায়গায় যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ।
খ) নিবন্ধিত ট্যুর গাইড ছাড়া ভ্রমণের অনুমতি থাকবে না।
বিজ্ঞাপন
গ) চেকপোস্ট বা পর্যটন তথ্যসেবা কেন্দ্রে প্রয়োজনীয় তথ্য চাইলে তা সরবরাহ করতে হবে।
ঘ) নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নিকটবর্তী আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে সঙ্গে অবহিত করতে হবে।
ঙ) পাহাড়ি রাস্তায় ফিটনেসবিহীন যানবাহন চলতে পারবে না। পর্যটকবাহী যানবাহন নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বিজ্ঞাপন
চ) কোনো অযাচিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পর্যটন সংস্থার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে পর্যটনশিল্পে আবারও নিষেধাজ্ঞা জারি হতে পারে।
বান্দরবান জেলা প্রশাসন জানিয়েছে, এসব নির্দেশনা কঠোরভাবে মানা হলে পর্যটকরা নিরাপদে কেওক্রাডং ভ্রমণ উপভোগ করতে পারবেন।








