Logo

সাগরে লঘুচাপের পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৫, ১১:৩১
18Shares
সাগরে লঘুচাপের পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা
ফাইল ছবি

দক্ষিণ আন্দামান সাগর ও এর আশপাশের এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

সংস্থাটির মতে, সম্ভাব্য এই লঘুচাপ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী রূপ নিতে পারে। বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

শনিবার (২২ নভেম্বর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল সকাল ৯টা পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রায় বড় পরিবর্তন থাকবে না।

রবিবার (২৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে—আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক পরিবেশ। রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

সোমবার (২৪ নভেম্বর) থেকে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও কিছুটা কমার ইঙ্গিত রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে শুরু হওয়া ২৪ ঘণ্টায় আবহাওয়া শুষ্ক থাকলেও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য কমবে।

বুধবার (২৬ নভেম্বর) আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রায় সামান্য কমতি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

সংস্থাটি বলছে, সারাদেশে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই, তবে সম্ভাব্য লঘুচাপের অগ্রগতির ওপর ভিত্তি করে পরিস্থিতি পরিবর্তন হতে পারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD