Logo

সাগরে লঘুচাপ ঘনীভূত, আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৫, ১২:২৫
35Shares
সাগরে লঘুচাপ ঘনীভূত, আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা
ছবি: সংগৃহীত

দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে ঘনীভূত হয়েছে এবং পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

রবিবার (২৩ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, লঘুচাপটির ক্রমবর্ধমান ঘনত্বের কারণে সাগরে কিছু এলাকায় বৃষ্টিপাত ও বাতাসের তীব্রতা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। ভোরের দিকে কিছু স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকবে, তবে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ও দিনের তাপমাত্রায় সামান্য বৃদ্ধি হতে পারে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ নভেম্বর): সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া শুষ্ক, ভোরের দিকে হালকা কুয়াশা। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ও বুধবার (২৬ নভেম্বর): অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ, হালকা কুয়াশা এবং রাতের তাপমাত্রা সামান্য কম, দিনের তাপমাত্রা অপরিবর্তিত।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর): আংশিক মেঘলা আকাশ, হালকা কুয়াশা, রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী পাঁচ দিনের মধ্যে আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে, তবে সামগ্রিকভাবে দেশের অধিকাংশ অঞ্চলে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। লঘুচাপটি আরও ঘনীভূত হলে সাগরে তীব্র বাতাস ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই মৎস্যজীবী ও সমুদ্রভ্রমণকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD