বঙ্গোপসাগরে ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের একটি দুর্বল নিম্নচাপ শক্তিশালী রূপ নিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া সংস্থাগুলো।
বিজ্ঞাপন
রবিবার (২৩ নভেম্বর) ভারতের ওড়িশার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বর্তমানে নিম্নচাপটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর অতিক্রম করছে। এটি দ্রুত উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে আগামীকাল নিম্নচাপে উন্নীত হবে, এরপর পরবর্তী দুই দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে।
আবহাওয়াবিদদের প্রাথমিক বিশ্লেষণ বলছে, নিম্নচাপটি ২৫ নভেম্বরের মধ্যে দক্ষিণ আন্দামান সাগরের নিকটে আরও ঘনীভূত হবে। এরপর ২৬ থেকে ৩০ নভেম্বরের মধ্যে সিস্টেমটি সবচেয়ে বেশি শক্তি সঞ্চয় করতে পারে। অবস্থান অনুযায়ী এটি দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোতে পারে এবং অন্ধ্র প্রদেশ বা ওড়িশা উপকূলের কাছে আরও তীব্র আকার ধারণ করতে পারে। তবে এর চূড়ান্ত গতিপথ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
ওড়িশার আবহাওয়াবিদ সন্দীপ পট্টনায়ক জানিয়েছেন, মালাক্কা প্রণালী ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের অনুকূল অবস্থার কারণে নিম্নচাপটি ম্যাডেন-জুলিয়ান অসিলেশন পর্যায় অতিক্রম করে শক্তি অর্জন করছে। প্রশান্ত মহাসাগর থেকে আসা শক্তিশালী বাতাস এবং সমুদ্রের বিস্তৃত জলরাশি এ সিস্টেমকে আরও তীব্র করতে সহায়ক ভূমিকা রাখছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন- ২৫ নভেম্বর সন্ধ্যা থেকে বাতাসের গতি ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার হতে পারে। ২৬ নভেম্বর তা বেড়ে ৬০–৭০, এমনকি ৮০ কিলোমিটারের ওপর যেতে পারে। ২৭ নভেম্বর ঝোড়ো হাওয়ার বেগ ১০০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
বিজ্ঞাপন
আবহাওয়া সিস্টেমটি ২১ নভেম্বর থেকে শুরু হয়ে ২ বা ৩ ডিসেম্বর পর্যন্ত সক্রিয় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।








