Logo

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, বাড়ছে শীতের দাপট

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
৬ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯
12Shares
পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, বাড়ছে শীতের দাপট
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই জেলার জনজীবন কুয়াশা আর হিমেল হাওয়ায় প্রায় অচল হয়ে পড়েছে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শীতের চাপ অনুভূত হচ্ছে সর্বত্র—হাত-পা অবশ করে দেওয়া ঠান্ডা কাঁপন যেন প্রতিদিনই আরও বেড়ে চলেছে।

বিজ্ঞাপন

টানা কয়েক দিন ধরে তেঁতুলিয়ার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে স্থির থাকলেও শনিবার (৬ ডিসেম্বর) ভোরে পরিস্থিতি আরও বদলে যায়। সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে মৌসুমে প্রথমবারের মতো সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১১ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ, ফলে ভোরের শীত ছিল অনেক বেশি অনুভূতিযোগ্য।

এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী তিন দিন অর্থাৎ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপমাত্রা আবার ১২ ডিগ্রি সেলসিয়াসে স্থির থাকে।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল ৯টায়ও ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, তখন বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরে চলতে হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, কয়েক দিন ধরেই তেঁতুলিয়ার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে ছিল। আজ তা কমে ১১ ডিগ্রিতে নেমে এসেছে। ডিসেম্বরের শুরুতেই এই তীব্র শীত ভাবা যাচ্ছে, সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা আরও জোরালো।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD