নোয়াখালীতে স্ত্রীর পেটে করে ইয়াবা পাচার করতো স্বামী

এরশাদুল ও নাজু দম্পতি দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারির সঙ্গে জড়িত তাদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা চীফ
বিজ্ঞাপন
অভিনব কায়দায় পেটের ভেতরে করে ২৪৫০ পিস ইয়াবা পাচারকালে নোয়াখালীতে নাজু আক্তার (৩৩) নামের এক গৃহবধূকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার স্বামী মো. এরশাদুল আলমকেও (২৬) আটক করা হয়।
জানা যায়, এরশাদুল আলম তার স্ত্রীর পেটে করে দেশের বিভিন্নস্থানে ইয়াবা চালান করতো। জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাদের।
বিজ্ঞাপন
এর আগে শনিবার (১৩ মে) বিকেলে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী মিয়ারপুল এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, এরশাদুল ও নাজু দম্পতি দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারির সঙ্গে জড়িত। তাদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।