Logo

টেকনাফে বজ্রপাতে দুইজন নিহত

profile picture
জনবাণী ডেস্ক
২৫ মে, ২০২৩, ০১:০২
70Shares
টেকনাফে বজ্রপাতে দুইজন নিহত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বজ্রপাতে এক কৃষকসহ দুইজন নিহত হয়েছে।

বিজ্ঞাপন

কক্সবাজারের টেকনাফে বজ্রপাতে এক কৃষকসহ দুইজন নিহত হয়েছে।

বুধবার(২৪মে)বেলা১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়ন হাজমপাড়া ও সাগরপাড় এলাকায় এঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, বাহারছড়া ইউনিয়নের৭নম্বর ওয়ার্ড হাজমপাড়ার মো:সোনা আলীর ছেলে রহমত উল্লাহ (৪০) ও একই  ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড বাইন্না পাড়ার নুরুল ইসলামের ছেলে ধইল্যা (২০)।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেন বাহারছড়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন।

তিনি বলেন, বুধবার বেলা ১১টার দিকে রহমত উল্লাহ (৪০) নামে এক কৃষক পানের বরজের ক্ষেত থেকে কাজ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়। অপরদিকে ধইল্যা (২০) নামের এক যুবক সাগর পাড়ে কাজ করতে গেলে বজ্রপাতে তারও মৃত্যু হয় বলে জানান তিনি।

বিজ্ঞাপন

বাহারছড়া পুলিশ ফাঁড়ির(তদন্তকেন্দ্র)পরিদর্শক মো:মছিউর রহমান বলেন,খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD