Logo

সাংবাদিক নাদিম হত্যারকারীদের গ্রেফতারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জুন, ২০২৩, ০২:০২
35Shares
সাংবাদিক নাদিম হত্যারকারীদের গ্রেফতারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
ছবি: সংগৃহীত

ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ন্যায় বিচারের দাবী জানায়

বিজ্ঞাপন

জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকরা।

শুক্রবার (১৬ জুন) কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে কুষ্টিয়ায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকবৃন্দদের উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে হত্যাকান্ডে জড়িতদের বিচার না হলে তীব্র আন্দোলনের হুমকি দিয়েছে কুষ্টিয়ার সাংবাদিক নেতারা।

বিজ্ঞাপন

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি গোলাম মওলা, কোষাধাক্ষ্য এম লিটন উজ জামান, বাংলাভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, নিউজটুয়েন্টিফোর টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান, চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, সময় টিভির জেলা প্রতিনিধি এসএম রাশেদ, দৈনিক সাগরখালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক মহাম্মদ আলী জোয়ার্দ্দার, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার, বাংলাদেশ বেতারের প্রতিনিধি দেলোয়ার মানিক, মিরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, বাংলানিউজ টুয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জাহিদ হাসান।

বিজ্ঞাপন

মানববন্ধনে অন্যান্যদের অংশগ্রহণ করেন দৈনিক হাওয়া পত্রিকার নির্বাহী সম্পাদক শেহাব উদ্দীন, ডেইলি সান পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি রেজাউল করিম রেজা, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, বিজয় টিভির কুষ্টিয়া প্রতিনিধি রিয়াজুল ইসলাম সেতু, সংবাদ প্রতিদিনের কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম ইভান, কুষ্টিয়া দর্পন পত্রিকার ষ্টাফ রিপোর্টার আসলাম আলী, বাংলাদেশের খবর পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি আকরামুজজামান আরিফ, বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি সুজন আহম্মেদ, পরিবর্তন ডটকমের মেজবা উদ্দিন পলাশ, জনবানীর কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম হৃদয়,  দৈনিক চিত্র পত্রিকার  কুষ্টিয়া প্রতিনিধি লালটু আহমেদ,  ডটকম ডটবিডি’র কুষ্টিয়া প্রতিনিধি খালিদ সাইফুল, কুষ্টিয়া দর্পণের স্টাফ রিপোর্টার আবীর হাসান স্বাধীন, কুষ্টিয়া পোস্ট এর ষ্টাফ রিপোর্টার নাইমুর রহমান, চ্যানেল টুয়েন্টিফোর এর ক্যামেরা পার্সন এসআই সুমন, নিউজটুয়েন্টিফোরের ক্যামেরা পার্সন আরাফাত আলী, কুষ্টিয়ার খবরের স্টাফ রিপোর্টার আলামিন হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে আর কত সাংবাদিকরা হত্যার স্বীকার হবে? গুটি কয়েক সন্ত্রাসীদের কর্মকান্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। আজ পর্যন্ত সাংবাদিকদের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় একের পর এক সাংবাদিকরা হত্যার স্বীকার হচ্ছে। জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ন্যায় বিচারের দাবী জানায়। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD