Logo

আবারও রাজশাহীর নগরপিতা হলেন খায়রুজ্জামান লিটন

profile picture
জনবাণী ডেস্ক
২২ জুন, ২০২৩, ০৬:০৪
27Shares
আবারও রাজশাহীর নগরপিতা হলেন খায়রুজ্জামান লিটন
ছবি: সংগৃহীত

নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুরশিদ আলম ফারুকী পেয়েছেন ১৩৩৯৩ ভোট

বিজ্ঞাপন

১৫৯৭৯৭ ভোট পেয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ নিয়ে তৃতীয়বারের মতো সিটি করপোরেশনটির নগরপিতা হলেন তিনি।

বুধবার (২১ জুন) রাত সাড়ে ৮ টায় এ ফলাফল ঘোষণা করেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা।

বিজ্ঞাপন

আরও পড়ুন: রাসিক নির্বাচনে ১৪৪ কেন্দ্রে নৌকা ১৪৬৭৭৫, হাতপাখা ১২৫৫২

বিজ্ঞাপন

ঘোষিত ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে ১৫৯৭৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুরশিদ আলম ফারুকী  পেয়েছেন ১৩৩৯৩ ভোট|

বিজ্ঞাপন

এর আগে, সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাসিকের মোট ৩০টি ওয়ার্ডের ১৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। এরপর শুরু হয় ভোট গণনা। এদিন বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়।

বিজ্ঞাপন

রাসিক নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন, জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম স্বপন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরশিদ আলম ও জাকের পার্টির মো. লতিফ আনোয়ার।

রাজশাহী সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৭১ হাজার ১৬৭ জন, নারী এক লাখ ৮০ হাজার ৮০৯ জন এবং তৃতীয় লিঙ্গের ৬ জন।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD