Logo

সাবেক এমপি মঞ্জুর বিশ্বাস আর নেই

profile picture
জনবাণী ডেস্ক
২১ জুলাই, ২০২৩, ২৪:৪৭
22Shares
সাবেক এমপি মঞ্জুর বিশ্বাস আর নেই
ছবি: সংগৃহীত

চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয় তার প্রথম নামাজে জানাজা জাতীয় সংসদ চত্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে

বিজ্ঞাপন

পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

বিজ্ঞাপন

মঞ্জুর বিশ্বাস স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বিজ্ঞাপন

মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার ভাগিনা ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ।

বিজ্ঞাপন

জানা গেছে, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসাবেক এমপি মঞ্জুর বিশ্বাস আর নেইসসহ কয়েকটি রোগে আক্রান্ত ছিলেন সাবেক এমপি মঞ্জুর বিশ্বাস। কয়েকদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। তার প্রথম নামাজে জানাজা জাতীয় সংসদ চত্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

বিজ্ঞাপন

এরপর তার মরদেহ গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারীতে নেওয়া হবে। সেখানে বাদ আসর জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD