Logo

বগুড়ায় আলুর স্টোরেজে ভোক্তা অধিকারের অভিযান, আটক ৩

profile picture
জনবাণী ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৩, ০২:১৪
45Shares
বগুড়ায় আলুর স্টোরেজে ভোক্তা অধিকারের অভিযান, আটক ৩
ছবি: সংগৃহীত

অভিযানে উপস্থিত ছিলেন মহাপরিচালক এ.এইচ.এম. সফিকুজ্জামান।

বিজ্ঞাপন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আলুর স্টোরেজে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

মঙ্গলবার  (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের কাশিপুরে ‘আর এন্ড আর পটেটো কোল্ড স্টোরেজ’ এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বিজ্ঞাপন

অভিযানে উপস্থিত ছিলেন মহাপরিচালক এ.এইচ.এম. সফিকুজ্জামান। এ সময় আলুর অবৈধ মজুত রাখা ও চড়া দামে বিক্রির অভিযোগে ৩ ব্যক্তিকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটকরা হলেন, শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের চাকলমা গ্রামের রিপন মিয়া (৩০), দেউলী ইউনিয়নের ভরিয়া গ্রামের শাহ আলম (৫৮) ও পিরব ইউনিয়নের দাইমোল্লা গ্রামের জাহিদ হাসান (২২)।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ.এইচ.এম. সফিকুজ্জামান জানান, গত দেড় মাস যাবৎ আলুর বাজার অস্থিতিশীল রয়েছে। দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজে দালালরা মোবাইল ফোন ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে আলুর দাম বাড়াচ্ছে। এই অপতৎপরতা থামাতে ও আলুর দাম সহনীয় পর্যায়ে আনতে সারাদেশে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার আর এন্ড আর কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

বগুড়ায় আলুর স্টোরেজে ভোক্তা অধিকারের অভিযান, আটক ৩