ভোলায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

আটকৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
ভোলার ইলিশা ফাঁড়ি পুলিশের অভিযানে ৪৬৬০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৬ নভেম্বর) দুপুরের দিকে ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা,এস আই রবিন্দনাথ সিংহ, কনষ্টেবল আবু সাইদ ও শরীফ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজোলার নতুন বাজার এলাকার জোনাব আলীর পুত্র রুহুল আমিনকে ৪৬৬০ পিস ইয়াবাসহ আটক করেছে। আটকৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
ইলিশা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই গোলাম মোস্তফা এ প্রতিবেদক কে জানান,ধৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
আরএক্স/








