Logo

বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে জেলের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
৩০ ডিসেম্বর, ২০২৩, ০১:১০
60Shares
বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে জেলের মৃত্যু
ছবি: সংগৃহীত

সন্ধ্যায় নৌকাসহ এই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপের বঙ্গোপসাগরের মোহনা গোলারচরে নৌকা ডুবে মো. আব্দুল হাকিম (২০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নৌকাসহ এই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে টেকনাফের সাববাং ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মরদেহ দাফন করার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত জেলে আব্দুল হাকিম টেকনাফের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার বাটু মিয়ার ছেলে।

ইউপি সদস্য আব্দুস সালাম জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় আব্দুল হাকিম সহ ৪ জেলে ২ টি নৌকা নিয়ে মাছ ধরতে যান। তারা শাহপরীরদ্বীপ-সেন্টমার্টিনের বঙ্গোপসাগরের গোলারচর মোহানায় মাছ ধরে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় ৩ জেলেিএকটি নৌকা নিয়ে ধরা মাছ নিয়ে কূলে ফিরে আসে। অপর জেলে ওখানে জাল ফেলে অপেক্ষা করতে থাকে। কূলে আনা মাছ বিক্রি অপর ৩ জেলে সন্ধ্যায় গোলার চরে গিয়ে হাকিম ও নৌকা দেখতে না পেয়ে খোঁজাখুজি করে। এক পর্যায়ে ডুবে যাওয়া নৌকা ও জালে হাকিমের মরদেহ পায়। তাকে নিয়ে জেলেরা কূলে ফিরেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টেকনাফ নৌ পুলিশের পরিদর্শক তাপন কুমার বিশ্বাস জানান, নৌকা ডুবে এই জেলের মৃত্যুর ঘটনা ঘটে। পরিবারের পক্ষে কোন অভিযোগ না পাওয়ায় মরদেহ জনপ্রতিনিধি ও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD