Logo

উত্তরের জনপদে জেকে বসেছে শীত

profile picture
জনবাণী ডেস্ক
১ জানুয়ারী, ২০২৪, ২১:৩৬
89Shares
উত্তরের জনপদে জেকে বসেছে শীত
ছবি: সংগৃহীত

হিমেল হাওয়ার সাথে তীব্রতা বেড়েছে শীতের

বিজ্ঞাপন

হিমেল হাওয়ার সাথে তীব্রতা বেড়েছে শীতের। উত্তরের জেলা কুড়িগ্রামে ঘন কুয়াশার সাথে নেমে আসা কনকনে ঠাণ্ডার মাত্রা বেড়ে যাওয়ায় সময়মত কাজে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষেরা। বিশেষ করে নদ-নদীর অববাহিকার চরাঞ্চলের অতিদরিদ্র মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সোমবার (১ জানুয়ারি) নতুন বছরের নতুন সকাল ৭টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় ২ ডিগ্রি কমেছে। তবে আগামীতে আরও কমতে থাকবে বলে জানিয়েছে কুড়িগ্রামের আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শ্রমিক সহেল বলেন, যতই শীত কুয়াশা হোক না কেন, আমাদের কাজ করাই লাগে। আমি রাজমিস্ত্রির কাজ করতে শহরে যাচ্ছি। এখনি হাত-পা কাজ করছে না, বরফ হয়ে গেছে।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, এ জেলার তাপমাত্রা আগামীতে আরও নিম্নগামী হবে। তবে আগামীকাল বলা যাবে কবে নাগাদ শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD