Logo

চাঁদপুরে বাসে আগুন, ঘুমন্ত হেলপার দগ্ধ

profile picture
জনবাণী ডেস্ক
৭ জানুয়ারী, ২০২৪, ০২:৩৪
65Shares
চাঁদপুরে বাসে আগুন, ঘুমন্ত হেলপার দগ্ধ
ছবি: সংগৃহীত

পুলিশের নির্বাচনী কাজে নিয়োজিত ছিল। আজকে আবারো নির্বাচনের কাজে যাওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন

চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডে অবস্থানরত নির্বাচনি কাজে নিয়োজিত আনন্দ পরিবহন নামে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়ীতে ঘুমিয়ে থাকা হেলপার খোকন মিয়া দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত হয়েছেন গাড়ির চালক নাছির উদ্দিন বিপ্লব।

শনিবার (৬ জানুয়ারি) ভোরে বাসস্ট্যান্ড ইলিশ চত্বরের উত্তর পাশে সড়কে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গাড়ীর চালক নাছির উদ্দিন বিপ্লব জানান, হেলপারসহ তারা দুজন বাসে ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর তারা লাফিয়ে গাড়ি থেকে নেমে যায়। এসময় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন।

চাঁদপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনসুর আহমেদ বলেন, দগ্ধ হেলপারের শরীরের সামান্য অংশ পুড়েছে। এখানেই চিকিৎসা হবে। তিনি আপাতত বিপদমুক্ত।

বিজ্ঞাপন

নোয়াখাল-চাঁদপুরের মধ্যে চলাচলকারি আনন্দ পরিবহন বাসের মালিক শম্ভু চন্দ্র দাস দাবী করেন, কয়েকজন মুখোশধারী যুবক এসে গাড়ীতে আগুন লাগিয়ে দেয়। গাড়িটি গতকাল পুলিশের নির্বাচনী কাজে নিয়োজিত ছিল। আজকে আবারো নির্বাচনের কাজে যাওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন: 

ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স চাঁদপুর উত্তর স্টেশন এর উপ-পরিচালক সানোয়ার হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসের আসন ও জানালার গ্লাসের আংশিক পুড়ে যায়। তদন্তের পর বলা যাবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

বিজ্ঞাপন

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি মশার কয়েলের আগুন।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD