Logo

ভোলায় ফায়ার সার্ভিসের জনসচেতনতা মূলক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জানুয়ারী, ২০২৪, ০৭:১৩
63Shares
ভোলায় ফায়ার সার্ভিসের জনসচেতনতা মূলক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
ছবি: সংগৃহীত

ভোলা জেলা শহরে তিন দিনব্যাপী ফায়ার সার্ভিসের জন সচেতনতামূলক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

ভোলা জেলা শহরে তিন দিনব্যাপী  ফায়ার সার্ভিসের জন সচেতনতামূলক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায়  সার্ভিস স্টেশন চত্বরে অগ্নি নির্বাপণ, অনুসন্ধান, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক এ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ কার্যক্রমের আয়োজন করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক মো. লিটন আহম্মেদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক, ফায়ার সার্ভিস ভোলা সদরের স্টেশন অফিসার মো. সুমন মিয়া, চরফ্যশনের মো. আসাদুজ্জামান, দৌলতখানের মিজানুর রহমান প্রমুখ ।

বিজ্ঞাপন

জেলা ফায়ার সার্ভিস এর উপ সহকারী পরিচালক জানান, বাংলাদেশের একটি দুর্যোগ প্রবন এলাকা।যেকোনো সময়ে বিভিন্ন দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আজকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য ও ভলান্টিয়ারদের নিয়ে  এ প্রশিক্ষণ হচ্ছে। যাতে করে দুর্যোগকালীন সময়ে সবাইকে নিয়ে একসাথে কাজ করা যায়। প্রথম দুইদিন টেকনিক্যালসহ বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ শেষে শেষের দিন মহড়া অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD