Logo

কুষ্টিয়ায় নাবালক শিশু হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জানুয়ারী, ২০২৪, ০২:০৮
76Shares
কুষ্টিয়ায় নাবালক শিশু হত্যার দায়ে একজনের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষনা করেন।

বিজ্ঞাপন

কুষ্টিয়ার কুমারখালীতে নাবালক শিশু মিজানুর রহমানকে হত্যার দায়ে জাফর ওরফে কালু (৩২) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বেলা আনুমানিক ১১ টার দিকে কুষ্টিয়া বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর পুলিশের কঠোর পাহাড়ায় জেলা কারাগারে প্রেরণ করা হয়। সাজাপ্রাপ্ত আসামী কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার মালিয়াট গ্রামের আব্দুর রহিমের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে নিহত মিজানুর রহমানের সাথে বুলবুল টেক্সাটাইল মিলের শ্রমিক আলম কাজীর সাথে কথাকাটাকাটি হয়। গত ২০১১ সালের ২৯ আগষ্ট সকালের দিকে অভিযুক্ত আলম কাজী ও নিহত মিজানুর রহমানের বাড়ী থেকে দুইজন এক সাথে বাইসাইকেল যোগে বুলবুল টেক্সাটাইল মিলে কাজে যাবার জন্য বের হয়। এরপর থেকে নিহত মিজানুর রহমান নিখোঁজ হয়।

পরবর্তীতে বিকালের দিকে কুমারখালির দূর্গাপুর মোমিন খোন্দকার সাহেবের পুকুরের পিছনে নির্জন স্থানে দুর্গন্ধময় মিজানুরের লাশ উদ্ধার করে পুলিশ। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ঘটনার ৫ দিন পর নিহতের পিতা তালেব আলী মন্ডল বাদী হয়ে আলম কাজী সহ অজ্ঞাত ব্যক্তিদের নাম উল্লেখ করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তকারী কর্মকর্তা এস আই মো. মাহাফুজর রহমান তদন্তের কার্যক্রম শেষ করে ২০১২ সালের ১ ফেব্রুয়ারীতে অভিযুক্ত সহ জাফর ওরফে কালুর নাম উল্লেখ করে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘদিন সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষনা করেন। এ মামলার বাকি আসামীদের খালাস প্রদান করেন আদালত। 

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD