Logo

টাঙ্গাইলে ট্রেনে কাটা প‌ড়ে সেনা সদস্যসহ প্রাণ গেল ২ জনের

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জানুয়ারী, ২০২৪, ২৩:১১
120Shares
টাঙ্গাইলে ট্রেনে কাটা প‌ড়ে সেনা সদস্যসহ প্রাণ গেল ২ জনের
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতী ও ঘা‌রিন্দায় ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যসহ দুই জনের মৃত্যু হয়েছে

বিজ্ঞাপন

টাঙ্গাইলের কালিহাতী ও ঘা‌রিন্দায় ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যসহ দুই জনের মৃত্যু হয়েছে। ধারণা করা হ‌চ্ছে, রা‌তের কোন এক অজ্ঞাত ট্রেনে কাটা প‌ড়ে ফখরুল ইসলাম নামের সেনা সদস্য নিহত হ‌য়ে‌ছেন।

বুধবার (২৪ জানুয়ারি) সকা‌লে ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনের আনালিয়াবাড়ীর রেল ব্রীজের কাছ থে‌কে ফখরুল ইসলাম নামে এক সেনা সদস্যের মর‌দেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত সেনা সদস্য ফখরুল ইসলাম (২০) লক্ষীপুর সদর উপজেলার কড়ালিয়া তত্বপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। সে বগুড়া ক্যান্টমেন্টে সেনা সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে ওই সেনা সদস্যের মর‌দেহ উদ্ধার করা হয়েছে। সে ছুটি শেষে বগুড়া ক্যান্টমেন্টে যোগদানের জন‌্য যা‌চ্ছি‌লেন ব‌লে তার প‌রিবার জা‌নি‌য়েছে। কিন্তু কোন ট্রেনে কাটা পড়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদি‌কে টাঙ্গাইলের ঘা‌রিন্দা এলাকার পয়লা এলাকায় ট্রেনে কাটা প‌ড়ে এক ব্যক্তি নিহত হ‌য়ে‌ছেন। সে দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে খন্দকার আবুল কালাম (৪২)।

ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD