Logo

দরজায় তালা লাগিয়ে বিএনপি নেতার বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর
২০ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৬
14Shares
দরজায় তালা লাগিয়ে বিএনপি নেতার বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে এক বিএনপি নেতার বসতঘরের চারপাশে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় আয়েশা আক্তার (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া ব্যবসায়ী ও বিএনপি নেতা বেলাল হোসেন এবং তার দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার অগ্নিদগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

আহতদের মধ্যে বেলাল হোসেন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর দগ্ধ অবস্থায় তার দুই মেয়ে বিথি ও স্মৃতিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

নিহত ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, রাতে বেলাল হোসেন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে চারপাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ঘুমন্ত শিশু আয়েশা দগ্ধ হয়ে মারা যায়। একই ঘটনায় বেলাল হোসেন ও তার অপর দুই মেয়ে গুরুতরভাবে দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

ভুক্তভোগী বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সূতারগোপ্তা বাজারে সার ও কীটনাশকের ব্যবসায়ী। তার বাড়িটি বাজারের পশ্চিম পাশে অবস্থিত।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় এক শিশুর মরদেহ এবং অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন। আগুনের ঘটনাটি পরিকল্পিত নাশকতা কিনা, সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD