Logo

চট্টগ্রামের বিভিন্ন স্থানে ওসমান হাদির গায়েবানা জানাজা

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২০ ডিসেম্বর, ২০২৫, ১৯:৪২
5Shares
চট্টগ্রামের বিভিন্ন স্থানে ওসমান হাদির গায়েবানা জানাজা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগর ও উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা।

বিজ্ঞাপন

শনিবার (২০ ডিসেম্বর) নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে বিকেলে চট্টগ্রামের সর্বস্থরের ছাত্র-জনতার ব্যানারে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি ও দোয়া পরিচালনা করেন কল্পোলোক আবাসিক জামে মসজিদের খতিব ইমরানুল হক সায়েম।

বিজ্ঞাপন

এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাসহ বিপুলসংখ্যক মুসল্লি এ জানাজায় অংশ নেয়। জানাজা শেষে একটি মিছিল নগরের নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

এর আগে দুপুরে নগরের জামালখান প্রেসক্লাবের সামনে একটি গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। জুলাইয়ের শহীদ মাহবুবুল হকের ছোট ভাই মঞ্জু মাহিমের ইমামতিতে গায়েবানা জানাযায় অংশগ্রহণ করেন জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা, ছাত্র-জনতা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জানাজা পরবর্তী হাদীর হত্যাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে বিচারের আল্টিমেটাম দেন অংশগ্রহণকারীরা।

এছাড়া চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাসহ বিভিন্ন স্থানে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির মৃত্যুবরণ করেন। গুলিবিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছিল।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD