গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক গুরুতর আহত

সাংবাদিক উজ্জ্বলকে ময়মনসিংহ ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে
বিজ্ঞাপন
গাজীপুরের শ্রীপুর পৌর মাওনা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন-দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক ও দৈনিক জনতার উজ্জ্বল আহমেদ। তাদের উভয়ইকে মাওনা সিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আব্দুল মালেককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বি আর বি হাসপাতালে পাঠানো হয়েছে এবং সাংবাদিক উজ্জ্বলকে ময়মনসিংহ ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: গাজীপুরে সাংবাদিকের বাড়িতে চুরি
আহত সাংবাদিক উজ্জ্বল আহমেদ জানান, আমরা দুপুরে নিউজ সংগ্রহের জন্য মোটরসাইকেল করে যাচ্ছিলাম। এ সময় মাওনা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইয়াসমিন স্পিনিং মিলস নামক কারখানার সামনে কভার্ড ভ্যান ধাক্কা দেয়।
বিজ্ঞাপন
এতে সাংবাদিক আব্দুল মালেকের বুকের হাড় ও হাত ভেঙে যায়। সাংবাদিক উজ্জ্বলের পা ও হাত ভেঙে গেছে।
বিজ্ঞাপন
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. মাহবুব মোরশেদ জানান, কভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএল/