Logo

নড়াইলে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

profile picture
জনবাণী ডেস্ক
২০ এপ্রিল, ২০২৪, ০৪:০৮
29Shares
নড়াইলে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গ্রেফতাকৃত আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে

বিজ্ঞাপন

নড়াইলের লোহাগড়া উপজেলায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের চর-শালনগর এলাকা থেকে তাদেরকে আটক করে লাহুড়িয়া তদন্ত কেন্দ্র পুলিশের একটি দল। 

বিজ্ঞাপন

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লাহুড়িয়া তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.সেলিম উদ্দিন।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন- মাগুরার মোহাম্মদপুরের কালিশংকরপুর গ্রামের দিলু মোল্যার ছেলে মোহাম্মদ সাবু মোল্যা (২৪) এবং নড়াইলের লোহাগড়ার লাহুড়িয়া তালুকপাড়া গ্রামের কামরুল শেখের ছেলে মো.হাফিজুর রহমান (২৭)।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে লাহুড়িয়া তদন্ত কেন্দের উপ-পরিদর্শক (এসআই) এম সজীব আহমেদ সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের চরশালনগর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারি সাবু মোল্যা ও হাফিজুর রহমানকে আটক করেন। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার ও এতে থাকা ১২ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।’

বিজ্ঞাপন

এ বিষয়ে লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.সেলিম উদ্দিন জানান, আসামিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতাকৃত আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD