Logo

টেকনাফে অপহৃত ২ পর্যটক ৭ দিন পর উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
২ জুন, ২০২৪, ২৩:৩৯
62Shares
টেকনাফে অপহৃত ২ পর্যটক ৭ দিন পর উদ্ধার
ছবি: সংগৃহীত

রবিবার (২ জুন) সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং পাহাড়ি এলাকা থেকে এদের উদ্ধার করা হয়

বিজ্ঞাপন

কক্সবাজারে ভ্রমণে আসা ২ পর্যটককে অপহরণের ৭ দিন পর টেকনাফ থেকে উদ্ধার করেছে র‌্যাব ১৫।

রবিবার (২ জুন) সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং পাহাড়ি এলাকা থেকে এদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া পর্যটকরা হলেন, কিশোরগঞ্জ জেলা সদরের বত্রিশ গ্রামের মৃত সুকেশ চন্দ্র রায়ের ছেলে বিপ্লব কুমার রায় বাবু (৪৫) ও একই এলাকার ইন্দ কুমার দাসের ছেলে সুমন চন্দ্র দাস (৩৫)।

বিজ্ঞাপন

মো. আবু সালাম চৌধুরী জানান, গত ২৫ মে কক্সবাজারে ভ্রমনে এসে নিখাঁজ হন এই ২ পর্যটক। পরে মোবাইল ফোনে অপহরণের কথা জানিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। মুক্তিপণ না দিলে হত্যার হুমকি দেয়া হয়।

 বিষয়টি বিপ্লব কুমার রায়ের ছোট ভাই বিফুল কুমার রায় বাপ্পী র‌্যাব ১৫ কে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে র‌্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে উনচিপ্রাং পাহাড়ি এলাকা থেকে ২ জনকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাব কর্মকর্তা জানান, উদ্ধার ২ জনকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া ২ জনের তথ্য মতে অপহরণে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশের দেয়া তথ্য বলছে, গত ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের ২ জুন পর্যন্ত টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১২৮ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৭০ জন স্থানীয় বাসিন্দা, বাকিরা রোহিঙ্গা নাগরিক। অপহরণের পরিবারের তথ্য বলছে অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৫৫ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে।

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD