Logo

চিকিৎসার নামে স্ত্রীর সম্ভ্রমহানি, প্রতিশোধ নিতে কবিরাজকে হত্যা

profile picture
জনবাণী ডেস্ক
৫ জুন, ২০২৪, ০৫:২৮
89Shares
চিকিৎসার নামে স্ত্রীর সম্ভ্রমহানি, প্রতিশোধ নিতে কবিরাজকে হত্যা
ছবি: সংগৃহীত

তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদাণ করেছেন

বিজ্ঞাপন

চিকিৎসার নামে স্ত্রীর সম্ভ্রমহানি করেছে এমন সন্দেহে কবিরাজকে গলা কেটে হত্যা করে স্বামী রুবেল মিয়া। চুয়াডাঙ্গার গ্রাম্য কবিরাজ রাজ্জাক শেখ রাজাই হত্যাকান্ডের ঘটনায় এমন তথ্য দিয়েছে পুলিশ। ওই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মূল আসামী রুবেল মিয়া ও সোহেল রানা নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদাণ করেছেন।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান। তিনি বলেন, হত্যার শিকার রাজ্জাক শেখ রাজাই কবিরাজি করে মানুষের বিভিন্ন ধরণের চিকিৎসা প্রদান করতেন। আসামী রুবেল মিয়া ও তার স্ত্রী শারীরিক চিকিৎসার জন্য কবিরাজ আব্দুর রাজ্জাকের শরণাপন্ন হলে গত ৩১ মে সন্ধ্যায় ভিকটিম আব্দুর রাজ্জাক জ্বিনের মাধ্যমে চিকিৎসা দেওয়ার কথা বলে আসামী রুবেল ও তার স্ত্রীকে সদর থানার হোগলডাঙ্গা গ্রামের নবগঙ্গা ব্রীজের কাছে পান বরজের কাছে নির্জন জায়গায় নিয়ে যায় এবং আসামীকে সিগারেট আনতে দোকানে পাঠায়। কিছুক্ষণ পরে আসামী রুবেল পানবরজের নিকটে এসে ভিকটিম রাজ্জাক ও তার স্ত্রীকে খুঁজে না পেয়ে আসামীর স্ত্রীর মোবাইলে কল দিলে বন্ধ পায়। খোঁজাখুজির একপর্যায়ে আনুমানিক ৩৫/৪০ মিনিট পরে ভিকটিম ও আসামীর স্ত্রী পানবরজের নিকট ফিরে আসে তার স্ত্রীকে দেখে অনৈতিক কোন কাজ করেছে বলে সন্দেহ পোষন করেন। পরবর্তীতে আসামী বাড়িতে এসে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তার স্ত্রী কান্নকাটির একপর্যায়ে স্বীকার করে ভিকটিম আব্দুর রাজ্জাক কবিরাজ চিকিৎসা দেওয়ার নামে সম্ভ্রমহানি করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তীতে ওই দিন রাতে আসামী রুবেল তার সহযোগী সোহেল রানাকে সাথে নিয়ে ভিকটিমকে কৌশলে ডেকে মোটরসাইকেলে তুলে নিয়ে ধারালো ছুরি দিয়ে ভিকটিম আব্দুর রাজ্জাকের গলায় পোচ দিয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় ফেলে দেয়।

এ ঘটনায় ব্যবহৃত ধারালো চাকু, মোটরসাইকেল ও ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, সদর উপজেলার সুবদিয়া গ্রামের আব্দুর সেলিমের ছেলে রুবেল মিয়া (২৩) ও একই এলাকার আনিসের ছেলে সোহেল রানা (২০)।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১ জুন সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভান্ডারদহ-জুগিরহুদা রাস্তার পাশের একটি মাঠ থেকে রাজ্জাক শেখ রাজাই (৫০) নামে এক কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD