ভারতীয় চিনির সবচেয়ে বড় চালান আটক

ট্রাকগুলো কোম্পানীগঞ্জ থানা এলাকায় সীমান্ত দিয়ে পার হয়ে এসএমপির জালালাবাদ থানার দিকে যাচ্ছিল।
বিজ্ঞাপন
ভারত থেকে আসা অবৈধ চিনি বোঝাই ১৪টি ট্রাকসহ চোরাকারবারিদের একটি কার ও মোটর সাইকেল আটক করেছে এসএমপি পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুন) ভোর ৬টায় সিলেট সদর উপজেলার কোম্পানীগঞ্জ-জালালাবাদ রোডের ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গোপন সংবাদের ভিত্তিত্বে ভারতীয় চিনিবোঝাই গাড়িগুলো আটক করা হয়। এ পর্যন্ত এটি আটককৃত চালানের মধ্যে সবচেয়ে বড় চালান।
বিজ্ঞাপন
জানা যায়, ট্রাকগুলো কোম্পানীগঞ্জ থানা এলাকায় সীমান্ত দিয়ে পার হয়ে এসএমপির জালালাবাদ থানার দিকে যাচ্ছিল। এ সময় পুলিশ ধাওয়া দিলে চোরাকারবারিরা ১৪টি চিনি বোঝাই ট্রাক, প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। আটককৃত চিনির অনুমানিক বাজার মুল্য ২ কোটি টাকা বলে মনে করা হচ্ছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখের নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়। তিনি অভিযানে চিনির ট্রাক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
জালালাবাদ থানার সহকারি পুলিশ কমিশনার কামরুল ইসলাম জানান, মোট কত বস্তা চিনি হবে তা বলা এখন বলা যাচ্ছে না, আসামিদের আটকের চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
জেবি/এসবি








