Logo

অনুমোদনহীন কোন হাসপাতাল বা ক্লিনিক চলতে দেওয়া হবে না: পঞ্চগড়ে স্বাস্থ্যমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুলাই, ২০২৪, ০৭:০৩
39Shares
অনুমোদনহীন কোন হাসপাতাল বা ক্লিনিক চলতে দেওয়া হবে না: পঞ্চগড়ে স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

আমরা একটা পরিকল্পনা করছি, কোন চিকিৎসক কোন জায়গায় কত দিন থাকবে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, অনুমোদন ছাড়া কোন প্রাইভেট হাসপাতাল কাজ করতে পারবে না। একটি হাসপাতালে যা যা থাকার দরকার তা না থাকলে সেই হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে। তবে যদি অনুমোদন বা লাইসেন্স থাকে এবং শর্ত পূর্ণ করে তবে তাদের কার্যক্রম করতে পারবে। 

শনিবার (১৩ জুলাই) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, শুধু পঞ্চগড় নয়, চিকিৎসক সংকট সব জায়গাতেই আছে। । আমরা সে লক্ষ্যে কাজ করছি। যেন নতুন করে চিকিৎসক নেওয়া যায়। আমরা একটা পরিকল্পনা করছি, কোন চিকিৎসক কোন জায়গায় কত দিন থাকবে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমাকে কিছু সময় দেন।

বিজ্ঞাপন

এসময় পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, পঞ্চগড় সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান, আধুনিক সদর হাসপাতালের পরিচালক রাজিউর রহমান রাজু, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD