Logo

বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের হয়রানীর প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

profile picture
জনবাণী ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৫৯
40Shares
বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের হয়রানীর প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ছবি: সংগৃহীত

বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের উত্তক্ত এবং শিক্ষক ও কর্মচারীদের হয়রানী করে শিক্ষার পরিবেশ নষ্টের প্রতিবাদ

বিজ্ঞাপন

বহিরাগত বখাটে কর্তৃক বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের উত্তক্ত এবং শিক্ষক ও কর্মচারীদের হয়রানী করে শিক্ষার পরিবেশ নষ্টের প্রতিবাদের কুড়িগ্রামে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজারহাট-রংপুর সড়কে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সরকারবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা এ মানববন্ধন করে। পরবর্তীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা। 

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বহিরাগত কিছু দুস্কৃতিকারী বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের নানা ভাবে হয়রানী করে আসছে। পাশাপাশি বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের রাস্তায় উত্তক্ত করছে। এতে করে বিদ্যালয়ে আসা যাওয়া করা শিক্ষার্থীসহ শিক্ষক ও কর্মচারীরা নিরাপত্তহীনতায় ভুগছে। ফলে বিঘ্রিত হচ্ছে শিক্ষার পরিবেশও। এ অবস্থা থেকে প্রতিকারের জন্য দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD