কিশোরগঞ্জে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

কিশোরগ্যাংমুক্ত, চুরি-ছিনতাইমুক্ত শান্তিপুর্ন পরিবেশ তৈরীর দাবী জানান
বিজ্ঞাপন
কিশোরগঞ্জে সাংবাদিকদের সাথে জেলার সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যলয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মুশতাক সরকার,ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আল আমিন,সহ কিশোরগঞ্জের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
মকবিনিময় সভায় সাংবাদিক মোঃ নাসিম খান, তাফসিলুল আজিজ আশরাফুল ইসলাম, সাইফুল মালেক চৌধুরী, মোঃ সোহেল চৌধুরী, মনোয়ার হোসেন রনি, মাজহার মান্না,সালেহ বাবুল,রাকিবুল ইসলাম রোকেল,তানভীর হায়দার শরফ উদ্দিন জীবন প্রমূখ জেলার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন।
বিজ্ঞাপন
মতবিনিময় সভায় সাংবাদিকবৃন্দ জেলার আইন-শৃঙ্খলা পরিপন্থী নানা সমস্যা তুলে ধরে মাদকমুক্ত, ইভটিজিংমুক্ত, কিশোরগ্যাংমুক্ত, চুরি-ছিনতাইমুক্ত শান্তিপুর্ন পরিবেশ তৈরীর দাবী জানান।
পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী তার বক্তব্যে কিশোরগঞ্জ জেলার মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে শান্তিপুর্ন সহাবস্থান সৃষ্টিতে সাংবাদিকদের সহায়তা কামনা করেন।
বিজ্ঞাপন
আরএক্স/








