Logo

টেকনাফে সাড়ে ৮ কেজি তিমি মাছের বমিসহ আটক ১

profile picture
জনবাণী ডেস্ক
৮ অক্টোবর, ২০২৪, ০৬:০০
33Shares
টেকনাফে সাড়ে ৮ কেজি তিমি মাছের বমিসহ আটক ১
ছবি: সংগৃহীত

অ্যাম্বারগ্রিস হতে বিভিন্ন মূল্যবান পারফিউম ও ঔষধ তৈরি করা হয়

বিজ্ঞাপন

কক্সবাজারের টেকনাফ থেকে প্রায় সাড়ে ৮ কেজি ওজনের তিমি মাছের বমি বা অ্যাম্বারগ্রিসসহ একজনকে আটক করেছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, বিক্রয় নিষিদ্ধ এই তিমি মাছের বমির বাজার মূল্য ২০ কোটি ৯৯ লাখ টাকার বেশি। অ্যাম্বারগ্রিস হতে বিভিন্ন মূল্যবান পারফিউম ও ঔষধ তৈরি করা হয়। বাংলাদেশে এ ধরনের মূল্যবান ও দুষ্প্রাপ্য জিনিসের চোরাচালান অত্যন্ত বিরল ঘটনা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রবিবার (৬ অক্টোবর) দুপুরে টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে তিমি মাছের বমির চালানচটি উদ্ধার করা হয়। সোমবার (৭ অক্টোবর) বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট কক্সবাজারে পরীক্ষা করে অ্যাম্বারগ্রিসের বৈশিষ্ট্য এবং সনাক্ত সম্পন্ন করা হয় বলে জানিয়েছেন বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। আটক (১) শামসুল আলম (৩৫) সেন্টমার্টিনের নির আহমদের ছেলে।

বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানিয়েছেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে তিমি মাছের বমি বা অ্যাম্বারগ্রিস এর চালানটি উদ্ধারি করে একজনকে আটক করা হয়। এব্যাপারে মামলা করে আটককে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার অ্যাম্বারগ্রিস কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারী শাখায় জমা দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD