Logo

শ্রীপুরে সকল প্রকার সবজির দাম আকাশ ছোঁয়া, ক্রেতাদের নাভিশ্বাস

profile picture
জনবাণী ডেস্ক
১২ অক্টোবর, ২০২৪, ২৩:৩৪
42Shares
শ্রীপুরে সকল প্রকার সবজির দাম আকাশ ছোঁয়া, ক্রেতাদের নাভিশ্বাস
ছবি: সংগৃহীত

পেঁপে ছাড়া কোনো সবজির দাম ১০০ টাকার নিচে নেই

বিজ্ঞাপন

গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন বাজারে সব ধরনের সবজির দাম আকাশছোঁয়া। পেঁপে ছাড়া কোনো সবজির দাম ১০০ টাকার নিচে নেই। এমন পরিস্থিতিতে সাধারণ ক্রেতারা পড়েছেন চরম বিপাকে। বাধ্য হয়ে অনেক ক্রেতাই কেজির বদলে ২৫০ কিংবা ৫০০ গ্রাম ওজনে সবজি কিনতে শুরু করেছেন।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলার মাওনা চৌরাস্তা কাঁচাবাজারসহ বিভিন্ন বাজারে শিম, টমেটো, বেগুনসহ সবধরনের সবজির দাম অস্বাভাবিক বেড়েছে। এর মধ্যে প্রতি কেজি শিম ৩০০ টাকা, টমেটো ২৯০ টাকা এবং বেগুন জাতভেদে ১৬০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির মধ্যেও চিচিঙ্গা, পটল, ঝিঙে, কচুর লতি, করলা, পটলসহ সবকিছুই ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে কাঁচা মরিচের দাম এখনও কমেনি সরবরাহ কম থাকায় প্রতি কেজি কাঁচা মরিচ ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টি এবং উত্তরবঙ্গের বন্যার কারণে সবজির সরবরাহে সংকট দেখা দিয়েছে। এতে বাজারে সবজির দাম লাগামছাড়া হয়ে গেছে। মাওনা চৌরাস্তা বাজারের এক সবজি বিক্রেতা আল আমিন মিয়া বলেন, ‘বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বেড়েছে। 

বিজ্ঞাপন

উপজেলার জৈনার বাজার সবজি বিক্রেতা সবুজ মিয়া বলেন, দেশে অতিবৃষ্টি ও বন্যার কারণে সবজি ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায়  সবজি ক্ষেত পঁচে গেছে যার দরুন বাজারে সবজির দাম এত চড়া।

বিজ্ঞাপন

অন্যদিকে, ক্রেতাদের মধ্যে চাপা ক্ষোভও দেখা যাচ্ছে। এক ক্রেতা হোমিও ডাক্তারি পেশায় নিয়োজিত সালমা আক্তার  বলেন, দুই-তিনটি সবজি কিনতেই ৫০০ টাকার মতো খরচ হয়ে যাচ্ছে। বাকি বাজার কীভাবে করব তা বুঝতে পারছি না। সরকারের পক্ষ থেকে বাজার তদারকি বাড়ানোর পাশাপাশি বন্যা-বৃষ্টির কারণে সবজি সরবরাহে সমস্যা হলে তা আগাম সমাধান করার উদ্যোগ নেয়া উচিত।

বিজ্ঞাপন

আরেক ক্রেতা মনোয়ার হোসেন বলেন, ২৫০ গ্রাম কাঁচা মরিচ কিনতেই ১০০ টাকা লেগেছে। অন্যান্য সবজির দামও এমন চড়া যে ১০০ টাকার নিচে কিছু নেই। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়বে।

বিজ্ঞাপন

টিসিবির তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও ঊর্ধ্বমুখী। দেশি পেঁয়াজ ১১০-১২০ টাকা, আমদানি করা পেঁয়াজ ১০০-১১০ টাকা, দেশি রসুন ২১০-২২০ টাকা এবং আমদানি করা আদা কেজিপ্রতি ২৮০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

সব মিলিয়ে বাজারের এই অস্বাভাবিক দামে সাধারণ ক্রেতারা ক্রমশ নাভিশ্বাস উঠছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে বাজার মনিটরিং করে বাজার ব্যবস্থা পূর্বের অবস্থায় ফিরে আনার জন্য স্থানীয়দের প্রশাসনের কাছে দাবি।ৎ

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

শ্রীপুরে সকল প্রকার সবজির দাম আকাশ ছোঁয়া, ক্রেতাদের নাভিশ্বাস