Logo

ময়মনসিংহ সীমান্তে যুবকের মৃত্যু, মরদেহ নিয়ে গেল বিএসএফ

profile picture
জনবাণী ডেস্ক
২৬ অক্টোবর, ২০২৪, ২২:৩৬
72Shares
ময়মনসিংহ সীমান্তে যুবকের মৃত্যু, মরদেহ নিয়ে গেল বিএসএফ
ছবি: সংগৃহীত

ওই দিন রাতে সীমান্তে গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। এরপর আর রেজাউল ফেরত আসেনি।

বিজ্ঞাপন

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রেজাউল করিম (২৬) নামে এক বাংলাদেশির যুবকের মৃত্যু হয়েছে। পরে তার মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে গেছেন। তবে কীভাবে রেজাউলের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মুন্সাপাড়া বিজিবি ক্যাম্প দীগলবাঘ সীমান্ত এলাকায় ১১৩৯/৯ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতের পরিবারের সদস্যরা জানান, রেজাউল ওষুধ ব্যবসায়ী ছিলেন। স্বল্পমূল্যে ওষুধ আনার জন্য গত বৃহস্পতিবার অবৈধভাবে ভারতে যান। ওই দিন রাতে সীমান্তে গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। এরপর আর রেজাউল ফেরত আসেনি।

বিজ্ঞাপন

উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মুন্সাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হযরত আলী গণমাধ্যমকে বলেন, “রেজাউল করিম অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে তিনি মারা গেছেন। বিএসএফের পক্ষ থেকে আমাদের চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে। তবে চিঠিতে মৃত্যুর কারণ বা কেন সে ভারতে প্রবেশ করেছেন তা উল্লেখ করেনি। মরদেহ তারা নিয়ে গেছেন, ফেরত আনার বিষয়ে আজ তাদের আরেকটি চিঠি দেওয়ার কথা রয়েছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার বলেন, “রেজাউল করিম শেরপুর জেলার নারায়ণপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। বিভিন্ন মাধ্যমে সীমান্তে তার মৃত্যুর খবর জেনেছি। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD