Logo

গাইবান্ধা ডিসি অফিসে ভাইভার প্রক্সি দেওয়ায় ২২ পরীক্ষার্থী আটক

profile picture
জনবাণী ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৪, ০৪:৫৫
41Shares
গাইবান্ধা ডিসি অফিসে ভাইভার প্রক্সি দেওয়ায় ২২ পরীক্ষার্থী আটক
ছবি: সংগৃহীত

পরে শনিবার রাতেই তাদের গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়

বিজ্ঞাপন

গাইবান্ধা জেলা প্রশাসনের অফিস সহায়ক পদে নিয়োগে প্রক্সি দেয়ার অভিযোগে ২২ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। 

শনিবার (২৬ অক্টোবর) রাত ১১ টার দিকে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

বিজ্ঞাপন

তিনি জানান, শুক্রবার (২৫ অক্টোবর) সকালে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার ৫৫ জন অফিস সহায়ক পদে নিয়োগের লক্ষ্যে লিখিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২২৬ জনকে (২৬ অক্টোবর) শনিবার সকাল থেকে ভাইবা পরীক্ষার জন্য ডাকা হয়। ভাইবা পরীক্ষা চলাকালে তাদের মধ্যে অসংগতি দেখা গেলে লিখিত পরীক্ষার খাতার সাথে তাদের হাতের লেখা পরীক্ষাসহ মিল পাওয়া যাচ্ছিল না। তাই বিভিন্নভাবে প্রক্সি পরীক্ষা দেয়া ২২ জন পরীক্ষার্থীকে সনাক্ত করে আটক করা হয়। পরে শনিবার রাতেই তাদের গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়। 

বিজ্ঞাপন

রবিবার (২৭ অক্টোবর) দুপুরে তাদেরকে গাইবান্ধা সদর থানা থেকে আদালতে নেওয়া হয় এরপর তাদের কারাগারে পাঠানো হবে বলে জানায় গাইবান্ধা সদর থানা পুলিশ। 

বিজ্ঞাপন

এই ঘটনায় আটক ২২ জন প্রক্সি পরীক্ষার্থীর বিরুদ্ধে জেলা প্রশাসনের রাজস্ব শাখার বড়বাবু নুরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD