বাকেরগঞ্জ চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বাকেরগঞ্জ পৌর শহরে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান
বিজ্ঞাপন
বরিশালের বাকেরগঞ্জ পৌর শহরে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান, এ অভিযান শুরু করেছে প্রশাসন।
বিজ্ঞাপন
রবিবার (৩ নভেম্বর) সকালে বাকেরগঞ্জ পৌর শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এম ইসমাম।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানার একটি টিম । বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এম ইসমাম বলেন, সরকারি নির্দেশ অনুয়ায়ী আমাদের এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
বাকেরগঞ্জ বাস স্ট্যান্ডসহ বাকেরগঞ্জ সরকারি কলেজের প্রবেশপথ ও বাকেরগঞ্জ বরগুনা রোডের পাশে যত অবৈধ স্থাপনা ছিল সব উচ্ছেদ করা হয়েছে। অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য আগেই মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল।
বিজ্ঞাপন
আরও পড়ুনা: বাকেরগঞ্জে ধসে পড়ছে সেতু, যান চলাচল বন্ধ
বিজ্ঞাপন
কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। বাকেরগঞ্জে রাস্তার দুই পাশে এখনো যত অবৈধ স্থাপনা রয়েছে সেগুলোও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এ অবৈধ উচ্ছেদ অভিযান কার্যক্রম চলবে।
এসডি/
বিজ্ঞাপন