Logo

শ্রীপুরে চাঁদার দাবিতে নির্মাণ কাজ বন্ধ, হামলার অভিযোগ

profile picture
জনবাণী ডেস্ক
১২ নভেম্বর, ২০২৪, ০১:২৫
60Shares
শ্রীপুরে চাঁদার দাবিতে নির্মাণ কাজ বন্ধ, হামলার অভিযোগ
ছবি: সংগৃহীত

শ্রীপুর থানায় দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন

নাশিদ আহমেদ তুষার: গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তিতে ভবন নির্মাণ করতে গিয়ে স্থানীয় এক পরিবারের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। তাদের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি প্রাণনাশের হুমকি ও শ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।

গাজীপুর জেলার শ্রীপুর থানায় এক নারীর করা অভিযোগ থেকে জানা যায়, ধলাদিয়া এলাকার ফাতেমা খাতুনের স্বামী আলেকজেন্ডার রনি পৈত্রিক জমিতে ছয় তলা ভবন নির্মাণ করতে গেলে স্থানীয় কয়েকজন মিলে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এ অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত মো. সাইফুল ইসলাম, মো. লোকমান, মো. জয়নাল, মো. শাহ আলম এবং মো. বাদলসহ অজ্ঞাত আরও ১০-১৫ জন নিয়মিত চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দিতে থাকেন।

বিজ্ঞাপন

ফাতেমা খাতুন অভিযোগে জানান, শনিবার (০৯ নভেম্বর) সকালে কয়েকজন অভিযুক্ত নির্মাণস্থলে এসে চাঁদা দাবি করেন। তার স্বামী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা কাজ বন্ধ করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। রবিবার  আবার অভিযুক্তরা দা, লাঠিসোটা নিয়ে নির্মাণস্থলে এসে শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে শ্রমিক শিপন ও আলাউদ্দিন আহত হন এবং ইটের দেয়ালে ভাঙচুরসহ প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধন হয় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া কাজের যন্ত্রপাতি নিয়ে প্রায় ৫০ হাজার টাকার মালামাল লুট করা হয় বলে ফাতেমা দাবি করেন।

বিজ্ঞাপন

শ্রীপুর থানায় দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD