Logo

কুয়াকাটার এক ই‌লিশ অনলাই‌নে ৬হাজার টাকায় বি‌ক্রি

profile picture
জনবাণী ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৪, ২৩:৩০
42Shares
কুয়াকাটার এক ই‌লিশ অনলাই‌নে ৬হাজার টাকায় বি‌ক্রি
ছবি: সংগৃহীত

কুয়াকাটার এক ই‌লিশ অনলাই‌নে ৬হাজার টাকায় বি‌ক্রি

বিজ্ঞাপন

পটুয়াখালীর কুয়াকাটায় জামাল হো‌সেন না‌মের এক জে‌লের জা‌লে ধরা পড়া এক‌টি ই‌লিশ মাছ অনলাই‌নে ছয় হাজার টাকায় ‌বি‌ক্রি হ‌য়ে‌ছে। 

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে ২ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ মাছ‌টি ওই জে‌লের জালে ধরা পড়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প‌রে কুয়াকাটা মাছ বাজারে রাসেল ফিসে মাছটি বিক্রির জন্য নিয়ে আসলে নিলামের মাধ্যমে ফিস ভ্যালীর পক্ষে মো: হাসান ১লক্ষ টাকা মণ দরে মাছটি ক্রয় করেন। 

স্থানীয় মাছ ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। বেশ ভালো দামে মাছটি বিক্রি হয়েছে৷ ২৫'শ টাকা কেজি দরে ৫ হাজার টাকায় মাছটি কিনে নেন হাসান নামে এক মৎস্য ব্যবসায়ী। পরে তিনি অনলাইনের মাধ্যমে ৬ হাজার টাকা বিক্রি করেছেন। এসময় মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করেছে। 

বিজ্ঞাপন

জেলে জামাল হোসেন বলেন, এবছর এই প্রথম আমার জালে এত বড় মাছ ধরা পরেছে।  বড় মাছের চাহিদা বেশি, দামও ভালো। সাগরে এমনিতেও এখন বেশি মাছ মিলছে না। তবে বড় মাছ পাওয়ার আনন্দ অনেক বেশি। 

বিজ্ঞাপন

আড়ৎ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, 'এত বড় মাছ ই বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে প্রতি মণ ১লাখ  টাকা দরে বিক্রি হয় মাছটি। 

বিজ্ঞাপন

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাম্প্রতিক সময়ে কিছু কিছু যায়গা থেকে এমন সুখবর আসে। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। সমুদ্রের মোহনায় পলি পরার কারণে গভীরতা কমে যাচ্ছে। তাই সমুদ্র মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ মাছ বেশি ধরা পড়বে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

কুয়াকাটার এক ই‌লিশ অনলাই‌নে ৬হাজার টাকায় বি‌ক্রি