Logo

ভাগ্যবদল হয়েছে তাঁদের, সর্বনাশ হয়েছে জাতির: জামায়াতের আমির

profile picture
জনবাণী ডেস্ক
২ ডিসেম্বর, ২০২৪, ০৩:৪৪
35Shares
ভাগ্যবদল হয়েছে তাঁদের, সর্বনাশ হয়েছে জাতির: জামায়াতের আমির
ছবি: সংগৃহীত

ভাগ্যবদল হয়েছে তাঁদের, সর্বনাশ হয়েছে জাতির: জামায়াতের আমির

বিজ্ঞাপন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন,‘এমন বাংলাদেশ চাই যেখানে কোন জামিল নারীদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। কোন চাঁদাবাজি হবে না। দখল হবে না। জুলুম হবে না। এদেশে এর আগে যারা এসেছেন তারা সুন্দর সুন্দর ওয়াদা দিয়েছেন। তারা বলেছিলেন, জাতির ভাগ্য বদলে দিবো। ভাগ্য বদল হয়েছে তাদের । জাতির সেবক হওয়ার কথা ছিল,তারা মালিক হয়েছেন। মালিক হওয়ার কারনে জাতির অর্থ চুরি করে তাদের পকেটে ঢুকিয়েছেন। সেই অর্থ দেশে না রেখে বিদেশে পাচার করেছেন। এটা আমরা আর চাই না। এ ঘটনা বারবার পুনরাবৃত্তি হোক আমরা সেটা চাই না। 

রবিবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নড়াইলের মালিবাগ চত্বরে পথসভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরো বলেন,‘আমরা এমন একটি মানবিক বাংলাদেশ চাই ,যেখানে জাতি ধর্ম নারী পুরুষ সকলে মর্যাদা ও নিরাপত্তার সাথে বসবাস করবে। আমরা চাই একটি দূর্নীতি মুক্ত বাংলাদেশ,আমরা চাই একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ। আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে যুবকদের হাত হবে কর্মীর হাত।’

নড়াইল জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও নড়াইল সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ওবায়দুল্লাহ কায়সার। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় বিভিন্ন শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ জামায়াতে  ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমানের গাড়ি বহর ফরিদপুরের পথে রওনা হয়।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD