চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ আহত

ফেনসিডিল নিয়ে আসার পথে ভারতের ভেতরে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম আহত হন
বিজ্ঞাপন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে বাংলাদেশি শহিদুল ইসলাম (২২) নামের একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) রাতে শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত তরুণের বাড়ি জেলার শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের ওপার থেকে ফেনসিডিল নিয়ে আসার পথে ভারতের ভেতরে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম আহত হন। এরপর আহত অবস্থায় বাংলাদেশে পালিয়ে আসেন। গুলিবিদ্ধ শহিদুল ২৫ বোতল ফেনসিডিলের একটি বস্তা, একটি দা এবং একটি টর্চলাইট ফেলে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা রাত দুইটার দিকে এসব উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ অবস্থায় স্বজন ও স্থানীয় লোকজন শহিদুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
বিজ্ঞাপন
এসডি/