Logo

শার্শায় বিএনপি ২ নেতাকে পিটিয়ে জখম,বোমা ও গুলিবর্ষণ

profile picture
জনবাণী ডেস্ক
২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:১৭
37Shares
শার্শায় বিএনপি ২ নেতাকে পিটিয়ে জখম,বোমা ও গুলিবর্ষণ
ছবি: সংগৃহীত

শফিকুল নামে অপার এক বিএনপি নেতাকে ও পিটিয়ে জখম

বিজ্ঞাপন

যশোরের শার্শার গোগায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আতিয়ার রহমান(৫৮) ও শফিকুল ইসলাম(৫৮) নামে দুই জন বিএনপি নেতাকে পিটিয়ে জখম জখম করা হয়েছে।

এ সময় আতঙ্ক সৃষ্টি করতে কয়েকটি বোমা নিক্ষেপ ও কয়েক রাউন্ড গুলি বর্ষণের অভিযোগ উঠেছে। 

বিজ্ঞাপন

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভুলোট বাজারে এ ঘটনাটি ঘটে। 

বিজ্ঞাপন

আহত আতিয়ার রহমান ওই গ্রামের রওশন আলীর ছেলে তিনি ওই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও শফিকুল ইসলাম একই গ্রামের সৈয়দ আলী গাইনের ছেলে।

তথ্যনুসন্ধানে জানাগেছে,এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ও সহ-সভাপতি সরোয়ার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। তারই জেরে সোমবার রাতে অগ্রভুলোট গ্রামের বাজারে সরোয়ার হোসেনের সমর্থক মৃত খোদাবক্স এর ছেলে বাবুল(৪৮),গোলাম হোসেনের ছেলে মিকাইল হোসেন(২৮) ও একই গ্রামের রমিজউদ্দীনের ছেলে কবিনূর সহ অজ্ঞতনামা ১০/১২ জন আতিয়ার রহমানকে একা পেয়ে এলোপাতাড়ি পিটিয়ে হাটুর হাঁড় ভেঙ্গে ফেলে। তাকে বাঁচাতে আসলে শফিকুল নামে অপার এক বিএনপি  নেতাকে ও পিটিয়ে জখম করে। পরে স্থানীরা তাদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে প্রেরণ করেন।

বিজ্ঞাপন

এ খবর ছড়িয়ে পড়লে হামিদ সরদার সমর্থিত নেতাকর্মীরা বাজারে এসে হট্টগোল সৃষ্টি করলে পুলিশ এসে সকলকে ছত্রভংঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বিজ্ঞাপন

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে ছত্রভংঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।পরিস্থিতি এখন স্বাভাবিক। আহত পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD