Logo

টেকনাফ সীমান্ত দিয়ে পাচারকালে চোরাইপণ্য সহ দুই পাচারকারি আটক

profile picture
জনবাণী ডেস্ক
৮ মার্চ, ২০২৫, ০৬:৩৮
32Shares
টেকনাফ সীমান্ত দিয়ে পাচারকালে চোরাইপণ্য সহ দুই পাচারকারি আটক
ছবি: সংগৃহীত

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকায় নাফ নদীর বেড়ীবাঁধ সংলগ্ন

বিজ্ঞাপন

কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে পাচারকালে বিপুল পরিমান চোরাইপণ্য সহ দুই পাচারকারিকে আটক করেছে পুলিশ। এসময় চোরাইপণ্য বহন কাজে ব্যবহৃত দুইটি গাড়ী জব্দ করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) বিকাল সাড়ে ৫ টায় এ তথ্য জানিয়েছেন, টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

বিজ্ঞাপন

আটকরা হল, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার নুরুল কবিরের ছেলে গিয়াস উদ্দিন ( ৪০ ) এবং একই এলাকার নুরুল হাসানের ছেলে মোহাম্মদ হোছন ( ৩৪ )।

বিজ্ঞাপন

তারা দুইজন জব্দ করা গাড়ী দুইটির চালক এবং চোরাচালান চক্রের সদস্য।

গিয়াস উদ্দিন বলেন, শুক্রবার ভোর রাতে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) পূর্ব পাশে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকায় নাফ নদীর বেড়ীবাঁধ সংলগ্ন কাঁচা রাস্তা দিয়ে চোরাইপণ্যের বড় একটি চালান পাচারের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে সীমান্তের দিকে ব্যাটারি চালিত দুই ইজিবাইক আসতে দেখে পুলিশ সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে গাড়ী থামিয়ে দুইজন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে তাদের আটক করতে সক্ষম হলেও গাড়ী দুইটির পেছনে থাকা মোটর সাইকেল আরোহী তিনজন দ্রুত পালিয়ে যায়।

বিজ্ঞাপন

‘পরে ইজিবাইক দুইটি তল্লাশী চালিয়ে মিয়ানমারে পাচারের জন্য বহন করা ৯৫ কার্টুন বিভিন্ন প্রকারের কোমল পানীয়, ৩৮ কার্টুন বিভিন্ন প্রকারে জুস, ১০ কার্টুন তরল দুধ এবং ৩০ কেজি ওজনের দুই বস্তা মুড়ি উদ্ধার করা হয়। এসময় চোরাইপণ্য পরিবহন কাজে ব্যবহৃত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে।’

বিজ্ঞাপন

ওসি বলেন, ‘আটকরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সংঘবদ্ধ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। উদ্ধার করা চোরাইপণ্যগুলো তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন হাটবাজার থেকে সংগ্রহ করে মিয়ানমারে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল।’

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে বলে জানান, মুহাম্মদ গিয়াস উদ্দিন।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD